০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করল র‌্যাব

  • আপডেট: ০৭:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৪) এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০২ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো.জুবায়ের-এর নেতৃত্বে রাজধানীর শাহআলী থানাধীন ১ নং কাঁচাবাজার ও এর আশে পাশে এলাকায় অভিযানটি পরিচালিত হয়। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন নিয়তি রায় এ তথ্য জানান।

অভিযানে নিষিদ্ধ ৮৮০ কেজি পলিথিন জব্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এন ফোর্সমেন্ট উইং এ হস্থান্তর করা হয়েছে।

ভবিষ্যতে অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব এই কর্মকর্তা কে এন নিয়তি রায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করল র‌্যাব

আপডেট: ০৭:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব-৪) এবং পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ৮৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০২ডিসেম্বর) র‌্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো.জুবায়ের-এর নেতৃত্বে রাজধানীর শাহআলী থানাধীন ১ নং কাঁচাবাজার ও এর আশে পাশে এলাকায় অভিযানটি পরিচালিত হয়। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন নিয়তি রায় এ তথ্য জানান।

অভিযানে নিষিদ্ধ ৮৮০ কেজি পলিথিন জব্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এন ফোর্সমেন্ট উইং এ হস্থান্তর করা হয়েছে।

ভবিষ্যতে অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব এই কর্মকর্তা কে এন নিয়তি রায়।