শিরোনাম:
গুলশানে ৫৪০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি আটক, পিকআপ জব্দ
- আপডেট: ০৬:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী গুলশান থেকে ৫৪০ বোতল বিদেশী মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতের নাম মো.রবিউল ইসলাম।
শুক্রবার(০৫ ডিসেম্বর) সকালে গুলশান ৮ নম্বর সড়কের থেকে তাকে আটক করে র্যাব-১ এর আভিযানিক দল।
শুক্রবার(০৫ ডিসেম্বর) বিকালে র্যাব-১ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. রাকিব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,শুক্রবার সকাল সাড়ে আটটার সময় গুলশান ৮ নম্বর সড়কের -২১/বি নম্বর বাড়ির সামনে থেকে রবিউলকে আটক করে র্যাব-১ এর একটি দল। এ সময়ে তার কাছ থেকে ৫৪০ বোতল (৪৬৮ লিটার) বিদেশী মদ ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
আটক মো.রবিউল ইসলাম নওগাঁ জেলার রানীনগর থানার ভিটি গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।





















