কিশোরগঞ্জে পুলিশ লাইন্স ফোর্স মেসে এসপি ড. এসএম ফরহাদ হোসেনের আকস্মিক পরিদর্শন
- আপডেট: ০৩:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন সোমবার (৮ ডিসেম্বর) পুলিশ লাইন্স ফোর্স মেসে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফোর্স মেসের খাবারের মান, রান্নাঘর, পরিবেশ ও সার্বিক স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করেন।
এসপি ড. ফরহাদ হোসেন খাবারের গুণগত মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন এবং ফোর্স সদস্যদের জন্য মানসম্মত ও পরিচ্ছন্ন খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি মেস ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের নিয়মিত তদারকির নির্দেশও দেন।
পুলিশ সুপার বলেন, ফোর্স সদস্যরা জনগণের নিরাপত্তায় দিনরাত পরিশ্রম করেন। তাদের খাবার ও আবাসনে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।
পরিদর্শন শেষে তিনি মেসে অবস্থানরত সদস্যদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলেন এবং তাদের সার্বিক কল্যাণে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।





















