০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য

  • আপডেট: ০৮:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর দুবাই থেকে আগত Solit Air-এর একটি কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গোর ভেতর থেকে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি ও আমদানি বিধিনিষেধ লঙ্ঘনের উদ্দেশ্যেই পণ্যগুলো গোপনে আনা হয়েছিল।

এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ আমদানি ও চোরাচালান রোধে এভসেক ও কাস্টমসের সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য

আপডেট: ০৮:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর দুবাই থেকে আগত Solit Air-এর একটি কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গোর ভেতর থেকে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি ও আমদানি বিধিনিষেধ লঙ্ঘনের উদ্দেশ্যেই পণ্যগুলো গোপনে আনা হয়েছিল।

এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ জব্দকৃত পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ আমদানি ও চোরাচালান রোধে এভসেক ও কাস্টমসের সমন্বিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।