নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ২৪৬
- আপডেট: ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৪৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৩ কোটি সাত লক্ষ একত্রিশ হাজার পাঁচশত পচানব্বই মিটার অবৈধ জাল,২ হাজার নয়শত আটষট্টি কেজি মাছ,৫০ হাজার পিস বাগদা রেণু পোনা,৭৭০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ২৪২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৭৯ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এ সময় ৭টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ২৪৬ জনকে আটক করা হয়।
এছাড়া বিভিন্ন অপরাধে ২৭টি মৎস্য আইন,৮টি বেপরোয়া গতি আইন,৩টি অপমৃত্যু,১টি চুরি,১টি বালুমহাল,৪টি মাদক এবং ২টি হত্যা মামলাসহ মোট ৪৬টি মামলা দায়ের করা হয় এবং ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।





















