০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

অস্ত্র-গুলির তথ্য দিলেই মিলবে নগদ টাকা! জানুন কোনটিতে কত বাজেট

  • আপডেট: ০১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন জাতীয় নির্বাচনের আগে সারাদেশ থেকে অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার তিনি নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেছেন।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি অস্ত্র গুলি উদ্ধারে পুরস্কারের পরিমাণ ঘোষণা করেন। এসময় তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবেও বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঘোষণা অনুযায়ী–পিস্তল উদ্ধার করলে পুরস্কার ৫০ হাজার টাকা, শর্টগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধার করলে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে রিপোর্ট করতে হবে।

গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পুলিশের একজন ভারতে আটক হয়েছেন এ বিষয়ে তিনি বলেন তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। এরা যখন নির্বাচনমূখী হয়ে যাবে তখন এসব সমস্যা কমে যাবে। সবার সাহায্য সহযোগীতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অস্ত্র-গুলির তথ্য দিলেই মিলবে নগদ টাকা! জানুন কোনটিতে কত বাজেট

আপডেট: ০১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন জাতীয় নির্বাচনের আগে সারাদেশ থেকে অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার তিনি নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেছেন।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি অস্ত্র গুলি উদ্ধারে পুরস্কারের পরিমাণ ঘোষণা করেন। এসময় তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবেও বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঘোষণা অনুযায়ী–পিস্তল উদ্ধার করলে পুরস্কার ৫০ হাজার টাকা, শর্টগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধার করলে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে জানাতে হবে রিপোর্ট করতে হবে।

গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পুলিশের একজন ভারতে আটক হয়েছেন এ বিষয়ে তিনি বলেন তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। এরা যখন নির্বাচনমূখী হয়ে যাবে তখন এসব সমস্যা কমে যাবে। সবার সাহায্য সহযোগীতায় আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো।