১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সরকারি চাকরি দেওয়ার নামে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট: ০৮:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা এক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম গোলাম আহমেদ সাব্বির (৫৭)।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত মধ্য রাতে সিআইডি রংপুর মেট্রো অ্যান্ড জেলা পুলিশের একটি টিম ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করে।

সোমবার (২৫ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

তিনি জানান,গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলে মো.আব্দুস সালাম ও মো. রায়হান আলী নামে দুই ভুক্তভোগী তাকে মোট ৪০ লাখ টাকা দেন।

এরমধ্যে নগদ দেয় ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা একটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। অর্থগ্রহণের পর ভুক্তভোগীদের কাছে সে ভুয়া নিয়োগপত্র সরবরাহ করে। আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি জাল প্রমাণিত হয়।

এ ঘটনায় প্রতারিত ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কোতয়ালী থানায় ২০২২ সালের ১১ জানুয়ারি এফআইআর দায়ের করেন।

গ্রেফতার গোলাম আহমেদ সাব্বিরের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরকারি চাকরি দেওয়ার নামে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: ০৮:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা এক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম গোলাম আহমেদ সাব্বির (৫৭)।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত মধ্য রাতে সিআইডি রংপুর মেট্রো অ্যান্ড জেলা পুলিশের একটি টিম ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করে।

সোমবার (২৫ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

তিনি জানান,গোলাম আহমেদ সাব্বির নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলে মো.আব্দুস সালাম ও মো. রায়হান আলী নামে দুই ভুক্তভোগী তাকে মোট ৪০ লাখ টাকা দেন।

এরমধ্যে নগদ দেয় ১৫ লাখ ১০ হাজার টাকা এবং বাকি ২৪ লাখ ৯০ হাজার টাকা অভিযুক্তের নামে খোলা একটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। অর্থগ্রহণের পর ভুক্তভোগীদের কাছে সে ভুয়া নিয়োগপত্র সরবরাহ করে। আব্দুস সালামকে সিলেট অঞ্চলে উপ-খাদ্য পরিদর্শক পদে এবং রায়হান আলীকে খুলনা অঞ্চলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগপত্র দেওয়া হয়। কিন্তু তারা কর্মস্থলে যোগদান করতে গেলে নিয়োগপত্র দুটি জাল প্রমাণিত হয়।

এ ঘটনায় প্রতারিত ভুক্তভোগীরা রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এর কোতয়ালী থানায় ২০২২ সালের ১১ জানুয়ারি এফআইআর দায়ের করেন।

গ্রেফতার গোলাম আহমেদ সাব্বিরের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।