০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

উস্কানিমূলক বক্তব্য: লতিফ সিদ্দিকীসহ ১৬জনের বিরুদ্ধে মামলা, দেখানো হলো গ্রেফতার

  • আপডেট: ১২:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হলে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

একই সঙ্গে মোবাইলে উস্কানিমূলক বক্তব্য পাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। আপাতত সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের মোবাইল থেকে উস্কানীমূলক বক্তব্য পাওয়া গেছে। এর বাইরে তেমন কিছু পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যায় পুলিশ। সে সময় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

তখন তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

সে সময় গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দীপিকা কার্যালয় জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‌ সে এখন পুলিশ হেফাজতে রয়েছে এই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ‌ এরপর বিস্তারিত তথ্য জানাবো আমরা।

এর আগে এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উস্কানিমূলক বক্তব্য: লতিফ সিদ্দিকীসহ ১৬জনের বিরুদ্ধে মামলা, দেখানো হলো গ্রেফতার

আপডেট: ১২:০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হলে আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

একই সঙ্গে মোবাইলে উস্কানিমূলক বক্তব্য পাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। আপাতত সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে।

সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের মোবাইল থেকে উস্কানীমূলক বক্তব্য পাওয়া গেছে। এর বাইরে তেমন কিছু পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যায় পুলিশ। সে সময় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

তখন তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

সে সময় গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, দীপিকা কার্যালয় জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‌ সে এখন পুলিশ হেফাজতে রয়েছে এই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ‌ এরপর বিস্তারিত তথ্য জানাবো আমরা।

এর আগে এদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।