মোবাইল ব্যাংকিং একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতা গ্রেফতার

- আপডেট: ০৭:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে মোবাইল ব্যাংকিং একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে খিলগাঁওয়ের জোড়ভিটা এলাকার ত্রিমোহনী থেকে মাসুদ রানা হৃদয় (২৮) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়।
এদিন সন্ধ্যায় এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তেজগাঁও স্টেশন রোড এলাকার এজেন্ট ব্যবসায়ী মো. বাহাউদ্দিনের দোকানে কয়েকবার লেনদেন করার পর ২৩ মার্চ রাতে প্রতারক চক্র তার নগদ একাউন্ট হ্যাক করে ফেলে। মুহূর্তের মধ্যে একাউন্ট থেকে ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বিভিন্ন নম্বরে সরিয়ে নেওয়া হয়।
পরে ভুক্তভোগী বাহাউদ্দিন এটিইউ’র অ্যাপে অভিযোগ করেন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাও দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এটিইউ তদন্ত শুরু করে এবং শুক্রবার মূলহোতা মাসুদ রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।