শাহজালালে আনসার সদস্যদের তৎপরতায় ১৫০০ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক

- আপডেট: ০৬:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় ১৫০০ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক।
শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,শনিবার (৩০ আগস্ট রাত সাড়ে ৩ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেভি লাগেজ-৩ নং গেইটে দায়িত্বরত আনসার সদস্য মো.মনির হোসেন তার নিয়মিত কাজের অংশ হিসেবে বিদেশগামী এক যাত্রীর শরীর তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে যাত্রী মো.রাজীব খলিফার কাছ থেকে মোট ১ হাজার পাঁচশত পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য মো. নিজাম উদ্দিন এবং মো.জামিরুল ইসলাম এভসেক সদস্যদের উপস্থিতিতে আটককৃত যাত্রীকে উদ্ধারকৃত ইয়াবাসহ পুলিশের নিকট হস্তান্তর করেন।
জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, নাশকতা,চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বশীলতা,সতর্কতা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এ ধরণের তৎপরতা বাহিনীর কার্যকর উপস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাদের অক্লান্ত প্রচেষ্টার দৃষ্টান।