০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট: ১১:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালির শহীদ হাসান আলী লেনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতরাত ভোর ৪টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঁদাবাজি,সন্ত্রাস ও নাশকতার অভিযোগে পরিচিত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে তল্লাশি চালানো হয়।

সেনা সূত্র জানায়, অভিযানের সময় আলাউদ্দিন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও তার দুই ছেলে শাওন ও সাগরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নাজমা বেগম এবং আরেক ছেলে সুমনকেও আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুইটি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি। এছাড়া

আলাউদ্দিনের স্ত্রীর শয়নকক্ষ থেকে এক বাক্স বোমার স্প্রিন্টার, তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে। একইসঙ্গে পলাতক আলাউদ্দিন আলাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট: ১১:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালির শহীদ হাসান আলী লেনে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গতরাত ভোর ৪টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঁদাবাজি,সন্ত্রাস ও নাশকতার অভিযোগে পরিচিত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে তল্লাশি চালানো হয়।

সেনা সূত্র জানায়, অভিযানের সময় আলাউদ্দিন পেছনের দিক দিয়ে পালিয়ে গেলেও তার দুই ছেলে শাওন ও সাগরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী নাজমা বেগম এবং আরেক ছেলে সুমনকেও আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুইটি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি। এছাড়া

আলাউদ্দিনের স্ত্রীর শয়নকক্ষ থেকে এক বাক্স বোমার স্প্রিন্টার, তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্র জানিয়েছে। একইসঙ্গে পলাতক আলাউদ্দিন আলাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।