ধানমন্ডিতে আ.লীগের মিছিল,ককটেল বিস্ফোরণের অভিযোগ

- আপডেট: ০৬:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি হঠাৎ মিছিলের পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে পুলিশ বলছে,তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ হয়ে যায়।
রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে ধানমন্ডি এলাকায় হঠাৎ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটিতে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি খুব বেশি সময় স্থায়ী না হলেও এতে উত্তেজনা তৈরি হয়। মিছিলের একপর্যায়ে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন,‘আমরা বিকেল পৌনে ৪টার দিকে খবর পাই যে ধানমন্ডি ২৭ নম্বরে মিছিল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ হয়ে যায়,তাই কাউকে পাওয়া যায়নি।’
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন,‘আমরাও শুনেছি, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি, ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, হঠাৎ মিছিল ও বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।