১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ডিবি উত্তরার অভিযানে গাঁজা ও সিএনজিসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: ০৪:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আধা মণ গাঁজাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনির আখড়াস্থ জনৈক ফয়সালের টং দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুইটি সিএনজি অটোরিকশা,যেগুলো মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলো— আমিনুল ইসলাম অন্তর,রিয়াজ ভুইয়া, মো.সাব্বির,মো.কাউছার এবং ইয়াসিন মিয়া। আর জব্দকৃত সিএনজির রেজিস্ট্রেশন নম্বর— কুমিল্লা মেট্রো-থ-১১-১০৫২ এবং কুমিল্লা মেট্রো-থ-১১-৩৭৮৯।

সূত্র বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একইদিন বিকাল ৩টার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি দল নয়াপল্টনের ডিআইটি এক্সটেনশন রোডের চ্যাম্পিয়ন স্টিল প্রোডাক্টস ভবনের সামনে অভিযান চালিয়ে শিল্পী আক্তার নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের এডিসি মো.হেলালউদ্দিন ভূইয়া বলেন, শিল্পী আক্তারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬২ কেজি গাঁজা। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবির এডিসি মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন,‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের উৎস ও পাচার চক্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিবি উত্তরার অভিযানে গাঁজা ও সিএনজিসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৪:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে আধা মণ গাঁজাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনির আখড়াস্থ জনৈক ফয়সালের টং দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুইটি সিএনজি অটোরিকশা,যেগুলো মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলো— আমিনুল ইসলাম অন্তর,রিয়াজ ভুইয়া, মো.সাব্বির,মো.কাউছার এবং ইয়াসিন মিয়া। আর জব্দকৃত সিএনজির রেজিস্ট্রেশন নম্বর— কুমিল্লা মেট্রো-থ-১১-১০৫২ এবং কুমিল্লা মেট্রো-থ-১১-৩৭৮৯।

সূত্র বলছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একইদিন বিকাল ৩টার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি দল নয়াপল্টনের ডিআইটি এক্সটেনশন রোডের চ্যাম্পিয়ন স্টিল প্রোডাক্টস ভবনের সামনে অভিযান চালিয়ে শিল্পী আক্তার নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের এডিসি মো.হেলালউদ্দিন ভূইয়া বলেন, শিল্পী আক্তারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬২ কেজি গাঁজা। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবির এডিসি মো. হেলালউদ্দিন ভূঁইয়া বলেন,‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের উৎস ও পাচার চক্র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।