মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ৫০

- আপডেট: ০৩:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,মহিউদ্দিন (৩৬),ফয়সাল (৩০ ),তামিম (২৩),আল আমিন (৩২),জিলানী (২৯),জাফর (৩১), সাফায়েত (২০),আতিকুল ইসলাম (২০),শাকিব (২০),
হাফিজ মোল্লা (৩২),ফিরোজ (২৮),নুর মোহাম্মদ (২৬), ইসমাইল (১৮),সবুজ (৩৫),সুজন (২০),মামুন (৩৫), সুজন (২৪),লাল (১৭), সুম্ময় (১৮),বন্যা (৩৬),বিপ্লব (২৪),শাহিন (২০),রাসেল (৩৩),লিয়ন হাওলাদার (২২), জাহিদ (১৯),রুবেল (৩০),তরিকুল (৩২),সগির (৩৯), আলামিন (৩৯),নিজাম ফরাজী (৪২),আনসুপ হোসেন (২৪),শাহিনুর (২৭),হারুনুর রশিদ (৩১),মাহাবুব আলম (৫৫),অলিউল্লাহ (২৮),ইব্রাহিম (২৪), মোজাম্মেল হক (১৯),রুবেল হোসাইন (২৬),জাকারিয়া (২৭),শাকিব (৩০), শহিদুল ইসলাম (৩৫),সায়েম (১৮),আব্দুল আউয়াল (৫৫),মোহাম্মদ বেলাল (৪০),আব্দুর রশিদ (৩৬),রাসেল মিয়া (৩০),নাহিদুল ইসলাম (২১),আশরাফুল ইসলাম (২৮),মুন্না (২৬) ও মামুন (৫০)। এদের মধ্যে ডিএমপি ভুক ৪০ জন,পরোয়ানা ৩ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জন,মাদক মামলায় ২ জন, না:শি-১ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,সোমবার (১ সেপ্টেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।