০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সিগন্যাল ছাড়তে দেরি হওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর, চিকিৎসক আটক

  • আপডেট: ০৯:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলগাঁও রেলগেটে সিগন্যাল ছাড়তে দেরি হওয়ায় এক চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল এবং কনস্টেবল রবিউল।

হামলার ঘটনায় আনোয়ার হোসেন নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,বিকেলে খিলগাঁও রেলগেটে ট্রেন আসার সময় গেট বন্ধ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এক পুলিশ সদস্য। সেখানে এক চিকিৎসক ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তিনি ট্রাফিক সদস্যকে জানান,তিনি একজন চিকিৎসক,তাই যাওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন। পরে ট্রাফিক পুলিশ তার গাড়ি ছেড়ে দিলে তিনি চলতে শুরু করেন। কিন্তু গাড়ি থেকে মাথা বের করে তিনি ট্রাফিক পুলিশকে বলতে থাকেন, টাকার বিনিময়ে গাড়ি ছাড়া হয়। এমন কথা শুনে ট্রাফিক সদস্য প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর চিকিৎসক চলে যান। কিছুক্ষণ পর তিনি আট থেকে দশজন লোক নিয়ে ফিরে এসে সেই ট্রাফিক সদস্যের ওপর হামলা চালান। এতে দুই ট্রাফিক সদস্য আহত হন।

ঘটনার পর পুলিশ দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়। পরে চিকিৎসক আনোয়ার হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী বলেন,এ ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে। আনোয়ার হোসেন নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিগন্যাল ছাড়তে দেরি হওয়ায় ট্রাফিক পুলিশকে মারধর, চিকিৎসক আটক

আপডেট: ০৯:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলগাঁও রেলগেটে সিগন্যাল ছাড়তে দেরি হওয়ায় এক চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল এবং কনস্টেবল রবিউল।

হামলার ঘটনায় আনোয়ার হোসেন নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,বিকেলে খিলগাঁও রেলগেটে ট্রেন আসার সময় গেট বন্ধ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এক পুলিশ সদস্য। সেখানে এক চিকিৎসক ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তিনি ট্রাফিক সদস্যকে জানান,তিনি একজন চিকিৎসক,তাই যাওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন। পরে ট্রাফিক পুলিশ তার গাড়ি ছেড়ে দিলে তিনি চলতে শুরু করেন। কিন্তু গাড়ি থেকে মাথা বের করে তিনি ট্রাফিক পুলিশকে বলতে থাকেন, টাকার বিনিময়ে গাড়ি ছাড়া হয়। এমন কথা শুনে ট্রাফিক সদস্য প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর চিকিৎসক চলে যান। কিছুক্ষণ পর তিনি আট থেকে দশজন লোক নিয়ে ফিরে এসে সেই ট্রাফিক সদস্যের ওপর হামলা চালান। এতে দুই ট্রাফিক সদস্য আহত হন।

ঘটনার পর পুলিশ দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়। পরে চিকিৎসক আনোয়ার হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী বলেন,এ ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে। আনোয়ার হোসেন নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।