বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হত্যা, সাবেক এমপির নাতি গ্রেফতার

- আপডেট: ০৮:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মো.ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ২১ নং রোডের বস্তি এলাকা হতে এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত মো.ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মো.কবির হোসেন মৃধা বাদী হয়ে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।
থানার বরাতে তিনি আরও বলেন,তদন্তাধীন এই মামলায় বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের এলাকায় অভিযান পরিচালনা করে মো.ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।