৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি–অপু বিশ্বাসের রাজনৈতিক পল্টি নিয়ে পরীমনির খোঁচা!

- আপডেট: ০৯:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকাই সিনেমার বহুল সমালোচিত নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়। একসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হয়ে রাজপথ গরম করা এই চিত্রনায়িকা এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে!
সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ঝাঁপ—সবখানেই ছিল অপুর সরব উপস্থিতি। শেখ হাসিনার চরিত্রে ‘হাসু’ নামে সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান না অপু। এখন তিনি দাবি করছেন, রাজনীতি তার জীবনে একেবারেই নেই।
কিন্তু ফেসবুকবাসী কি আর ছাড়ে? কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ওই অনুষ্ঠানের যোগদানের ছবি প্রকাশ্যে আসতেই অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল চর্চা। আর এ চর্চা আরও একটু এগিয়ে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন—
“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কী জিনিস এটা!”
পরীমনির ওই পোস্টে ঘণ্টাখানেকের মধ্যে ৮০ হাজার রিয়্যাক্ট, ১৬ হাজার কমেন্ট এসেছে। অধিকাংশই পরীমনির সঙ্গে একমত। কেউ কেউ আবার লিখেছেন, “অপুর মতো ক্রিমিনাল কজন আছে জানে ভুক্তভোগীরাই।” অন্যরা সতর্ক করেছেন পরীমনিকে—“এই কথা বলার জন্য এখন আপনার পেছনে লাগবে, সাবধানে থাকবেন।”
তবে মজার ব্যাপার হলো, অপুর এই নতুন রাজনৈতিক পরিচয়ে বিব্রত বিএনপিও। জানা গেছে, খোকসার এক স্থানীয় নেতার ডাকে সাড়া দিয়ে অপুর অনুষ্ঠানে যাওয়া, আর এখন সেটির জন্য নাকি শাস্তি পাচ্ছেন সেই নেতাই।
শোবিজপাড়ায় প্রচলিত আছে—হাসিনা সরকারের শেষ সময়ে সবচেয়ে সরব ছিলেন অপু বিশ্বাস। অথচ এখন তিনি বলছেন, তিনি অরাজনৈতিক। অথচ নৌকার হয়ে ভোট চাওয়ার তার বক্তব্যের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।