১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

মিরপুরে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা: চালককে জরিমানা

  • আপডেট: ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ধাক্কা ও মারধরের চেষ্টার ঘটনায় এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঘটনাটি ঘটে গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে, যখন সার্জেন্ট মামুন মিরপুর ১০ নম্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়,সার্জেন্ট মামুন দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে থামার সিগন্যাল দেন। কিন্তু চালক উল্টো তাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। পরে সার্জেন্ট বাধা দিলে চালক রেগে গিয়ে ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন। এ সময় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে জনতার মাঝে উত্তেজনা তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা চালককে আটক করে মোটরসাইকেলসহ মিরপুর মডেল থানায় হস্তান্তর করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেন,‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি এমন আচরণ দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ট্রাফিক আইন লঙ্ঘন রোধে পুলিশের নিয়মিত কার্যক্রম চলবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা: চালককে জরিমানা

আপডেট: ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ধাক্কা ও মারধরের চেষ্টার ঘটনায় এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঘটনাটি ঘটে গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে, যখন সার্জেন্ট মামুন মিরপুর ১০ নম্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়,সার্জেন্ট মামুন দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে থামার সিগন্যাল দেন। কিন্তু চালক উল্টো তাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন। পরে সার্জেন্ট বাধা দিলে চালক রেগে গিয়ে ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন। এ সময় তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে জনতার মাঝে উত্তেজনা তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা চালককে আটক করে মোটরসাইকেলসহ মিরপুর মডেল থানায় হস্তান্তর করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেন,‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি এমন আচরণ দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ট্রাফিক আইন লঙ্ঘন রোধে পুলিশের নিয়মিত কার্যক্রম চলবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’