সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

- আপডেট: ০১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাবেক সচিব আবু আলম শহীদ খানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ তাকে ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি,মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন,রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। তাদেরকে আজই আদালতে পাঠানো হবে।
ডিবি সূত্রে জানা গেছে,আবু আলমসহ বাকি সবাইকে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে ডিআরইউতে সভার আয়োজন করা হয়। যেখানে— সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরের দিন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। বাকিরা হলেন— আব্দুল্লাহ আল আমিন, শেখ হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম ওরফে বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।