৭ দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ
																
								
							
                                - আপডেট: ১২:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০২৪
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
৭ দফা দাবিতে সারা দেশের পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন। বুধববার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
রাজধানীর সাতরাস্তা মোড়ে পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভে নেমেছেন। এতে করে যান চলাচল বন্ধ রয়েছে। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।
এই সড়কটি অবরোধের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়। এতে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে।
এ সময় শিক্ষার্থীদের উপ সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো,সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাতিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে,জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন,২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।
এর আগে,গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
অন্যদিকে ৭ দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বরিশালে চৌমাথা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
রাজশাহীতেও বিভিন্ন দাবিতে বিক্ষোভে নেমেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
এদিকে,দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।
																			
																		




















