০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার

  • আপডেট: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যা মামলায় রহস্য উদঘাটন করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন–মো. জীবন ও মো.আশিক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামী।

সংবাদ সম্মেলনে তিনি জানান,গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটায় মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের সঙ্গে পৌঁছান। এ সময় ছিনতাইকারী দল তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করতে উদ্যত হয়। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম হত্যার এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়।

লালবাগ বিভাগের ডিসি বলেন,পুলিশের তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জীবন ও আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানিয়েছে,হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করার জন্য অভিযান চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার

আপডেট: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যা মামলায় রহস্য উদঘাটন করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন–মো. জীবন ও মো.আশিক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামী।

সংবাদ সম্মেলনে তিনি জানান,গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটায় মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের সঙ্গে পৌঁছান। এ সময় ছিনতাইকারী দল তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করতে উদ্যত হয়। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম হত্যার এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়।

লালবাগ বিভাগের ডিসি বলেন,পুলিশের তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জীবন ও আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানিয়েছে,হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করার জন্য অভিযান চলমান রয়েছে।