কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক হত্যার রহস্য উদঘাটন, দুইজন গ্রেফতার
																
								
							
                                - আপডেট: ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০১৯
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যা মামলায় রহস্য উদঘাটন করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন–মো. জীবন ও মো.আশিক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামী।
সংবাদ সম্মেলনে তিনি জানান,গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটায় মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের সঙ্গে পৌঁছান। এ সময় ছিনতাইকারী দল তার কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অটোরিকশা ছিনতাই করতে উদ্যত হয়। আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম হত্যার এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়।
লালবাগ বিভাগের ডিসি বলেন,পুলিশের তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান সনাক্ত করা হয়। পরবর্তীতে গত মঙ্গলবার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে জীবন ও আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পুলিশ জানিয়েছে,হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের খুঁজে বের করার জন্য অভিযান চলমান রয়েছে।
																			
																		




















