শিরোনাম:  
                                    
                            
                                বনানীর হাবানা শিসা বারে অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
																
								
							
                                - আপডেট: ০৮:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
 - / ১৮০২৩
 
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীর হাবানা শিসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো.উত্তর কার্যালয়ের উপ-পরিচালক উপপরিচালক মো. মেহেদী হাসান।
ডিএনসি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পরপরি বনানী ১৭ নম্বর রোডের ডেল্টা ডালিয়া বিল্ডিংয়ের হাবানা সিসা বারে এ অভিযান শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ শিসা বারে অবৈধভাবে হুক্কা ও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করা হচ্ছিল।
																			
																		




















