০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গুলশান থানার অভিযানে নারীসহ চার মাদক কারবারি আটক

  • আপডেট: ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান থানাধীন নর্দ্দার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশের এ অভিযান পরিচালনা করে।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ক/৫৫ নর্দ্দা,কালাচাঁদপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম।

অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা, বিক্রির জন্য ব্যবহৃত ২৫টি জিপার পলিথিন এবং নগদ দুই লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মূল আসামি হেনা আক্তারের নামে এর আগেও দুটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশান থানার অভিযানে নারীসহ চার মাদক কারবারি আটক

আপডেট: ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান থানাধীন নর্দ্দার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশের এ অভিযান পরিচালনা করে।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ক/৫৫ নর্দ্দা,কালাচাঁদপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম।

অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা, বিক্রির জন্য ব্যবহৃত ২৫টি জিপার পলিথিন এবং নগদ দুই লাখ ৩৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান আরও জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মূল আসামি হেনা আক্তারের নামে এর আগেও দুটি জিআর ওয়ারেন্ট মুলতবি রয়েছে।