০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সরকারি চাকরি ও ইতালি পাঠানোর প্রলোভনে শত কোটি টাকা আত্মসাৎ, অবশেষে গ্রেফতার জোছনা

  • আপডেট: ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোভনীয় বেতনের চাকরিতে ইতালি পাঠানোর প্রলোভন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ প্রদানের নাম করে শত শত কোটি টাকা আত্মসাতকারী প্রতারণা চক্রের মূলহোতা জোছনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গ্রেফতারকৃত জোছনা খাতুন পল্টন থানার একটি প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামি। এর আগে চক্রের অন্যতম সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছিল।

মামলার তদন্তে জানা গেছে,প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতানো হতো। টাকা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হতো। এরপর ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিয়ে বিদেশে পাঠানোর কথা বলা হতো, কখনো কখনো পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো।

তদন্তে আরও জানা গেছে,ইতালিতে পাঠানোর কথা বলে মিলন মিয়া প্রতারণা চক্রের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। মূলত বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা ছিল চক্রটির প্রধান টার্গেট। ফরিদপুর,নড়াইল,নরসিংদী,কিশোরগঞ্জ,চাঁদপুর, চট্টগ্রামসহ সারাদেশে চক্রটির নেটওয়ার্ক রয়েছে। এভাবে তারা শতাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা প্রদানের অভিযোগও রয়েছে।

গ্রেফতারকৃত জোছনা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতানোর দায়ও স্বীকার করেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

বর্তমানে সিআইডি,ঢাকা মেট্রো পূর্ব বিভাগ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাপর চক্রের সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরকারি চাকরি ও ইতালি পাঠানোর প্রলোভনে শত কোটি টাকা আত্মসাৎ, অবশেষে গ্রেফতার জোছনা

আপডেট: ০৯:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোভনীয় বেতনের চাকরিতে ইতালি পাঠানোর প্রলোভন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ প্রদানের নাম করে শত শত কোটি টাকা আত্মসাতকারী প্রতারণা চক্রের মূলহোতা জোছনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,গ্রেফতারকৃত জোছনা খাতুন পল্টন থানার একটি প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নং আসামি। এর আগে চক্রের অন্যতম সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছিল।

মামলার তদন্তে জানা গেছে,প্রথমে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকা হাতানো হতো। টাকা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হতো। এরপর ভুক্তভোগীদের ভুয়া ভিসা দিয়ে বিদেশে পাঠানোর কথা বলা হতো, কখনো কখনো পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো।

তদন্তে আরও জানা গেছে,ইতালিতে পাঠানোর কথা বলে মিলন মিয়া প্রতারণা চক্রের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। মূলত বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা ছিল চক্রটির প্রধান টার্গেট। ফরিদপুর,নড়াইল,নরসিংদী,কিশোরগঞ্জ,চাঁদপুর, চট্টগ্রামসহ সারাদেশে চক্রটির নেটওয়ার্ক রয়েছে। এভাবে তারা শতাধিক ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে। প্রকৃত ভিসার বদলে ভুয়া ভিসা প্রদানের অভিযোগও রয়েছে।

গ্রেফতারকৃত জোছনা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতানোর দায়ও স্বীকার করেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্যও পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

বর্তমানে সিআইডি,ঢাকা মেট্রো পূর্ব বিভাগ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাপর চক্রের সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।