০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

হযরত শাহজালালে ৭,৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

  • আপডেট: ০৯:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমানযাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনকালে হযরত শাহজালালে ৭,৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাত হাজার পাঁচশত আশি পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়,বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন BS-146 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১.৩৫ ঘটিকায় রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ও নিজেদের দেহে ইয়াবা পরিবহন করছে।

পরবর্তীতে আটককৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সাথে থাকা দুইটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে পাঁচ হাজার আটশত পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা আটককৃত মহিলাদের দেহ তল্লাশি করে রোজিনা (৪০) এর পরিহিত ছেলোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত এক হাজার সাতশত আশি পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। জানা যায় তারা সম্পর্কে পরস্পরের মা ও মেয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান’বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হযরত শাহজালালে ৭,৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক

আপডেট: ০৯:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিমানযাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনকালে হযরত শাহজালালে ৭,৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাত হাজার পাঁচশত আশি পিস ইয়াবাসহ রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়,বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন BS-146 ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১.৩৫ ঘটিকায় রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ও নিজেদের দেহে ইয়াবা পরিবহন করছে।

পরবর্তীতে আটককৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সাথে থাকা দুইটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে পাঁচ হাজার আটশত পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা আটককৃত মহিলাদের দেহ তল্লাশি করে রোজিনা (৪০) এর পরিহিত ছেলোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত এক হাজার সাতশত আশি পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। জানা যায় তারা সম্পর্কে পরস্পরের মা ও মেয়ে।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান’বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।’