০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস আনসার ও ভিডিপি খেলোয়াড়দের অংশগ্রহণ উপলক্ষে মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট: ১২:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড়দের সঙ্গে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের জন্য শুভকামনা জানান। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন,তোমরা শুধু বাহিনীর সদস্য হিসেবেই নয়,লাল-সবুজের পতাকার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব নিয়ে যাচ্ছো। শৃঙ্খলা, নিষ্ঠা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের মান সমুন্নত রাখতে তোমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

উল্লেখ্য,আগামী ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫। ইসলামিক সংহতি খেলাধুলা সমিতি (ISSA) অনুমোদিত এই আসরে অংশ নেবে ৫৭টি দেশ। বাংলাদেশের হয়ে ১০টি ইভেন্টে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৫ জন গর্বিত খেলোয়াড় এবং ৩ জন কোচ রয়েছেন— যা বাহিনীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো.রফিকুল ইসলাম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস আনসার ও ভিডিপি খেলোয়াড়দের অংশগ্রহণ উপলক্ষে মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

আপডেট: ১২:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড়দের সঙ্গে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মঙ্গলবার (৪ নভেম্বর ) সকালে বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহাপরিচালক খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের জন্য শুভকামনা জানান। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন,তোমরা শুধু বাহিনীর সদস্য হিসেবেই নয়,লাল-সবুজের পতাকার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মর্যাদা রক্ষার দায়িত্ব নিয়ে যাচ্ছো। শৃঙ্খলা, নিষ্ঠা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের মান সমুন্নত রাখতে তোমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

উল্লেখ্য,আগামী ৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস–২০২৫। ইসলামিক সংহতি খেলাধুলা সমিতি (ISSA) অনুমোদিত এই আসরে অংশ নেবে ৫৭টি দেশ। বাংলাদেশের হয়ে ১০টি ইভেন্টে মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপির ১৫ জন গর্বিত খেলোয়াড় এবং ৩ জন কোচ রয়েছেন— যা বাহিনীর জন্য এক অনন্য গৌরবের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো.রফিকুল ইসলাম সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।