বাংলাদেশকে জেতাতে হলে আমাকে বিকিনি পরতেই হবে: মিথিলা
- আপডেট: ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর সাথে লড়াইয়ে ‘পিপলস চয়েস’ভোটে তিনি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং। শেষ পর্যন্ত যদি তিনি তালিকার প্রথম স্থানে থাকতে পারেন, তবে সরাসরি জিতে নিতে পারবেন ‘মিস ইউনিভার্স’ খেতাব—যা হবে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য।
এদিকে এই ভোটযুদ্ধ যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই থাইল্যান্ড থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে দেশবাসীর উদ্দেশে আবেগঘন কণ্ঠে সমর্থন চাইলেন মিথিলা। একই সঙ্গে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বাজে মন্তব্য ও ট্রল বন্ধ করার আহ্বান জানান।
লাইভে মিথিলা বলেন, গতকাল বিকিনি পরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ ট্রল করছে। এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। কারণ দেশের জন্য এত কষ্ট করছি—আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আমি কিন্তু পারব না। এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারব না।
কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, আমি যদি বিকিনি না পরি তাহলে তো টপ থার্টিতে যাইতে পারব না। আপনারা তো চান আমি জিতি—জিততে হলে তো আমাকে বিকিনি পড়তেই হবে। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে বিকিনি পরতেই হবে।
এসময় মিথিলা অভিযোগ করেন, এটা খুব বড় কম্পিটিশন। এখানে সবাই ভালো। তাদের সাথে টিকে থাকতে হলে আমাকে অনেক কিছু করতে হয়। কিন্তু আমাদের দেশের মানুষ যদি গালাগালি করে, মেয়েদের আটকে রাখে—তাহলে মেয়েরা কবে ভালো করবে? তাহলে তো কোনো মেয়েই কোনোদিন কিছু করতে পারবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য নতুন ইতিহাস করতে হলে আমার জন্য অনেক ভোট লাগবে। আমি একে যাচ্ছি, দুইয়ে যাচ্ছি—এক নম্বরে থাকতে হলে অনেক ভোট দিতে হবে।
নিজের লক্ষ্য সম্পর্কে বলেন— আমি আমাদের দেশের জন্য অনেক কষ্ট করছি, যেন সবাই বাংলাদেশকে চেনে। আমি যদি মিস ইউনিভার্স হই, তাহলে সবাই বলবে—মিস ইউনিভার্স বাংলাদেশ। বাংলাদেশের নাম সব জায়গায় যাবে। আমি এখানে জিততে এসেছি, বাংলাদেশকে জেতাতে এসেছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার জন্য ভোট চাইছেন। এ তালিকায় আছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে।




















