বাইক থেকে ককটেল ছোড়া সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ পুলিশ কমিশনারের
- আপডেট: ০৯:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে আগুন ও ককটেল সন্ত্রাস দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সন্ত্রাসীরা মোটরসাইকেল ব্যবহার করে ককটেল নিক্ষেপ ও নাশকতা চালানোর নতুন কৌশল নেওয়ায় এ ধরনের হামলাকারীদের সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রবিবার (১৬ নভেম্বর) রাতে কমিশনার নিজেই সোনালী খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনারসহ একাধিক কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।”
প্রসঙ্গত, জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।




















