শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা
- আপডেট: ১০:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ এ মামলার রায় ঘোষণা করবে।
সোমবার সকালে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের প্রধান ফটকে দেখা গেছে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের সঙ্গে পুলিশের সশস্ত্র বাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছে। তবে কঠোর নিরাপত্তা সত্ত্বেও রাজধানীতে অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। সড়কে স্বাভাবিকভাবে চলেছে গণপরিবহন,মেট্রোরেল ও ব্যক্তিগত যানবাহন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক ইউনিটকে মাঠে মোতায়েন করা হয়েছে। রোববার রাত থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে। ফার্মগেট,বাংলামটর, গুলিস্তান,যাত্রাবাড়ী,মতিঝিল ও মিরপুরের বিভিন্ন সড়কে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি—সব ধরনের যানবাহনেই নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায়—গোপালগঞ্জ,ফরিদপুর এবং মাদারীপুরে—বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকেই এসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশাসন রবিবার সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়ে ট্রাইব্যুনাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েনের অনুরোধ করে।
আজকের রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি),রয়টার্স ও ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। সংস্কৃতি মন্ত্রণালয় রাজধানীর বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় রায় দেখানোরও ব্যবস্থা করেছে।
২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং অন্তত ২৫,০০০ মানুষ আহত হওয়ার অভিযোগের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের এই মামলা দায়ের হয়। মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তাদের মধ্যে শেখ হাসিনা ও কামাল ভারতে পলাতক; মামুনকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিচারপতি মো.গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ—বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী—আজ বেলা ১১টার দিকে রায় ঘোষণা শুরু করতে পারেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান,চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।




















