জাইকার সহায়তায় বিএমডি’র নতুন ওয়েবসাইট: আগাম সতর্কবার্তা এখন মোবাইলে
- আপডেট: ০৪:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মোবাইল ফোনের জন্য উপযোগী ওয়েবসাইট উদ্বোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আর্থিক ও কারিগরি সহায়তায় মোবাইল ফোনে ব্যবহার উপযোগী এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখন থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে মোবাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবহাওয়া পূর্বাভাসের তথ্য পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উদ্বোধনী উনুষ্ঠানটি বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল ফোনের জন্য উপযোগী করা ওয়েবসাইট উদ্বোধন করল
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। যা দেশের মানুষের জন্য আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা এবং জলবায়ুর তথ্য আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে উন্নয়ন করা হয়েছে। এটি জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কারিগরি সহায়তা (টিএপিপি) প্রকল্প ‘স্ট্রেংথেনিং দ্যা ক্যাপাসিটি অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস’- এর আওতায় তৈরি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েব সাইট উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মি. ইচিগুচি তোমোহিদে, প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের উইং চিফ, উইং-৩ বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো.মমিনুল ইসলাম।এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং এই প্রকল্পের বিভিন্ন অংশীজন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইআরডি, পরিকল্পনা কমিশন, আই এম ই ডি, এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি সহ জাইকার কারিগরি বিশেষজ্ঞগণ এবং নরওয়েজিয়ান আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞগণ। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ঘুর্ণিঝড়, বন্যা, বজ্রঝড়, তাপপ্রবাহ ও ভারী বর্ষণ নিয়মিতভাবে মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। এই বাস্তবতায় দ্রুত, সঠিক ও ব্যবহার-বান্ধব আবহাওয়া তথ্য সরবরাহ এখন
অত্যাবশ্যক। দেশের ৯০ শতাংশ এর বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এমন পরিবেশে মোবাইল ফোন অপ্টিমাইজড ওয়েবসাইট’-টি জনগণের কাছে আগাম সর্তকবার্তা দ্রুত পৌঁছে দেয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
ওয়েবসাইট টির প্রধান বৈশিষ্ট কম ব্যন্ডউইথের দ্রুত লোডিং, সব ধরনের মোবাইল স্ক্রিনে উপযোগী রেসপন্সিভ ডিজাইন,পূর্বাভাস ও সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর সুবিধা, রাডার, স্যাটেলাইট ও আবহাওয়া মানচিত্রের উন্নত ভিজ্যুয়ালাইজেশন এবং আগাম সতর্কতা প্রেরণ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকর সমন্বয়।
এটি কৃষক, জেলে, নগরবাসী, দুর্যোগ ব্যবস্থাপক, নীতিনির্ধারক এবং জরুরি সেবা প্রদানে নিয়োজিত ব্যক্তিদের জন্য দ্রুত তথ্য পাওয়ার নুতন দিগন্ত উন্মোচন করবে। এটি ডাব্লিউএমও-এর “আরলি ওয়ার্নিং ফর অল” (EW4ALL) উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বক্তারা জাইকার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, তাদের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভবিষ্যতে পূর্বাভাসের নির্ভুলতা বৃদ্ধি, জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




















