ঢাকা রেঞ্জে মাসিক অপরাধ সভা: অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকার নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
- আপডেট: ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা রেঞ্জে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনায় আইন–শৃঙ্খলা রক্ষায় আরও পেশাদার ও গতিশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রবিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় অক্টোবর মাসে সংগঠিত অপরাধের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। অপরাধ দমন,দ্রুত সেবা প্রদান,ডিজিটাল পর্যবেক্ষণ জোরদার এবং সমন্বিত অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডিআইজি রেজাউল করিম মল্লিক ইউনিট প্রধানদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন,’আইন-শৃঙ্খলা রক্ষা একটি দলগত প্রচেষ্টা। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা সবার মধ্যেই বাড়াতে হবে।’
সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ,অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোস্তাফিজুর রহমান,কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি,আরআরএফ) রুমানা আক্তার, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো.সিদ্দিকুর রহমানসহ রেঞ্জের অধীন সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় চলমান অভিযানের অগ্রগতি,অপরাধ চক্র শনাক্তে প্রযুক্তির ব্যবহার ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেন,এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতি আরও উন্নত হবে।





















