আসাদগেটে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
- আপডেট: ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আসাদগেট এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এদিন সন্ধ্যায় ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,ডিএনসির একটি বিশেষ দল ভোরে আসাদগেট ট্রাফিক পুলিশ বক্সের সামনে সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে। এসময় গাবতলীমুখী বাসে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান,তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় এই দুই ব্যক্তি সৌদিয়া পরিবহনের বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে গাবতলীর উদ্দেশে আসছে। ভোর ৫টা ৩০ মিনিটে বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে কর্মকর্তারা সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি চালান। এ সময় আসামিরা বি-৩ ও বি-৪ নম্বর সিটে বসা অবস্থায় পাওয়া যায়। ৫টা ৩৫ মিনিটে তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেন—তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করতেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















