বেবিচকে দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপ্তি
- আপডেট: ১০:০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পরিচালিত দুই সাপ্তাহব্যাপী বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান সোমবার (২৪ নভেম্বর) সিভিল এভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত মোট ১০ জন বোর্ডিং ব্রিজ অপারেটর ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নেন।
কোর্সে অংশগ্রহণকারীরা বোর্ডিং ব্রিজ পরিচালনার প্রযুক্তিগত দক্ষতা,নিরাপদ অপারেশন নিশ্চিত করার নিয়ম,জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার পদ্ধতি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী যাত্রীসেবা উন্নত করার বিভিন্ন দিক শিখেছেন। যাত্রী ও বিমানের মধ্যে সংযোগ স্থাপনকারী বোর্ডিং ব্রিজের সঠিক ব্যবহার বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম,নিরাপত্তা এবং সময়ানুবর্তিতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে—এ কারণে প্রশিক্ষণটি অংশ গ্রহণ কারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।
সমাপনী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন,বোর্ডিং ব্রিজ অপারেশন যাত্রীসেবার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক মান বজায় রাখতে অপারেটরদের মনোযোগ,প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা অত্যন্ত প্রয়োজন। এই প্রশিক্ষণ অপারেটরদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী,নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আরিফ এবং নির্বাহী প্রকৌশলী মো.খোরশেদুল ইসলাম।বেবিচক জানায়,ভবিষ্যতে বোর্ডিং ব্রিজ অপারেশনকে আরও আধুনিক ও নিরাপদ করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।





















