বিমানবন্দরে যাত্রী বেশে দুই দফায় তিন লাগেজ চুরি ঘটনায় যাত্রীর ১ বছরের কারাদণ্ড
- আপডেট: ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেজে দুই দফায় তিনটি লাগেজ চুরির ঘটনায় মো.আরমান হোসেন নামে এক যাত্রীকে আটক করে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার দোষ প্রমাণিত হলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
২৪ নভেম্বর রাত ১১টা ৫৮ মিনিটে ঢাকা থেকে জেদ্দাগামী আরমান হোসেনকে বিমানবন্দরে আটক করা হয়। তার গতিবিধি এবং সন্দেহজনক আচরণের তথ্য আগেই নিরাপত্তা সংস্থার হাতে ছিল।
ফুটেজ বিশ্লেষণে দেখা যায়,৩ নভেম্বর রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সে ঢাকায় এসে ইমিগ্রেশন শেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বেল্ট-২ থেকে দুইটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরপর ৯ নভেম্বর অন্য একটি বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বের হন। দুই দফায় মোট তিনটি লাগেজ চুরির বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়।
পরবর্তী তদন্ত ও প্রমাণাদি যাচাইয়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড দেন।
বেবিচক জানিয়েছে,এভসেকের পেশাদারিত্ব,সতর্কতা এবং গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহারের কারণে এই চক্রকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বিমানবন্দর নিরাপত্তায় এই সফল অভিযান যাত্রী ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















