ব্রাহ্মণবাড়িয়ার নতুন এসপি শাহ আব্দুর রউফ
- আপডেট: ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মো.আব্দুর রউফ। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-উপকমিশনার (ডিসি) অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার এসপি এহতেশামুল হককে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।
এ দিন দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা শাহ আব্দুর রউফের বাড়ি রংপুর জেলায়। ২০০৮ সালে হাইওয়ে পুলিশের মাধ্যমে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি),পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
একজন মেধাবী,কর্মনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে বেশ সুনাম রয়েছে শাহ আব্দুর রউফের।
তার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন জেলার সাধারণ মানুষ।





















