কড়াইল অগ্নিকাণ্ড:ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সেবাকেন্দ্র চালু করল আনসার–ভিডিপি
- আপডেট: ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার–ভিডিপি) আজ শুক্রবার (২৮ নভেম্বর) বস্তির অভ্যন্তরে একটি মানবিক সেবাকেন্দ্র চালু করেছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় আজ দুপুর ২টায় সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী,যিনি পুরো উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।
মহাপরিচালক জানান,আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত খাদ্য, পানি ও অন্যান্য প্রাথমিক সহায়তা প্রদানের মাধ্যমে মানবিক দুর্ভোগ কমাতেই এই সেবাকেন্দ্র চালু করা হয়েছে। তিনি বলেন, “এই সেবাকেন্দ্রের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দিয়ে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।”
২৫ নভেম্বর বিকেল ৫টার দিকে কড়াইল বস্তির ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলে কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বহু পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।
আনসার–ভিডিপি জানিয়েছে,মানবিক সেবাকেন্দ্রটি প্রতিদিন দুই বেলায় প্রায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে। এই কার্যক্রম পাঁচ দিন চলবে। পাশাপাশি নিরাপদ পানি সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এলাকায় নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে,যা পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক হবে।
ক্ষতিগ্রস্তদের অনেকে সেবাকেন্দ্র থেকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের মাঝে দ্রুত সহায়তা পৌঁছানোকে তারা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
আনসার–ভিডিপি জানায়,“মানুষ মানুষের জন্য”—এই মানবিক অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও যে কোনো সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বাহিনী।





















