দুবাই–চট্টগ্রাম–ঢাকা ফ্লাইটের চার নারী যাত্রীর কাছ থেকে ১০২ টি মোবাইল ফোন জব্দ
- আপডেট: ০৬:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই–চট্টগ্রাম–ঢাকা রুটে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইট থেকে চার নারী যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১০২টি মোবাইল ফোন জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস ও এভসেকের সদস্যরা।
আজ সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়।
গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করে যাত্রী সামিয়া সুলতানা,শামিমা আক্তার,জয়নব বেগম ও নুসরাতের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল—মোট ১০২টি মোবাইল ফোন।
ফোনগুলোর বিষয়ে কোনো তথ্য প্রদান করতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ ৯৮টি মোবাইল ফোন ডিএম (ডিমান্ড ম্যানেজমেন্ট) হিসেবে জব্দ করে। কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী,উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান,দুবাই ও শারজাহ থেকে আগত ফ্লাইটগুলোতে স্বর্ণ,মোবাইল ফোন ও সিগারেট পাচারের প্রবণতা দীর্ঘদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত অভিযান জোরদার করা হলে পাচারকারীরা কৌশল পরিবর্তন করে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানো ফ্লাইটগুলোকে টার্গেট করছে। চট্টগ্রাম থেকে তাদের সহযোগীরা বিমানে উঠেই ফ্লাইটের ভেতর বিভিন্ন পণ্য আদান–প্রদান করছে বলেও জানা যায়।
কাস্টমস ও নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে,বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।





















