শাহ মখদুম বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫ সম্পন্ন
- আপডেট: ০৭:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শাহ মখদুম বিমানবন্দরে আজ সোমবার সকাল ১০.২৫ ঘটিকায় অনুষ্ঠিত হলো “এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫”। ICAO এবং জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এই মহড়ার মূল লক্ষ্য ছিল হাইজ্যাক,বোমা হামলা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দর কর্মকর্তাদের প্রস্তুতিশীলতা যাচাই করা।
মহড়ায় প্রদর্শিত একটি চ্যালেঞ্জে,যশোর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার তথ্য কন্ট্রোল টাওয়ারে আসে। বিমানবন্দর ব্যবস্থাপক এবং সিকিউরিটি অফিসার অবিলম্বে ইমার্জেন্সি অপারেশন সেন্টার (EOC) সক্রিয় করেন এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম পরিচালনা করা হয়।
মহড়ায় অংশ নেন বেবিচক,বাংলাদেশ সেনাবাহিনী,র্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ,এপিবিএন,আনসার,রাজশাহী মেডিকেল কলেজ,ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ একাধিক সংস্থা।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বলেন,“এ ধরনের মহড়া শুধু দুর্বলতা শনাক্তের সুযোগই সৃষ্টি করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। অনসীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন। মহড়ার সমাপনীতে প্রধান অতিথি অংশগ্রহণকারী সকল সংস্থাকে তাদের দক্ষতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান এবং জাতীয় স্বার্থে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মহড়ায় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান,সদস্য (অর্থ) মোহাম্মাদ নাজমুল হক, কর্মকর্তাবৃন্দ,অংশগ্রহণকারী সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ।





















