ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটালিয়ন আনসারের চৌকস অভিযানে ছিনতাইকারী আটক
- আপডেট: ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনার পর ব্যাটালিয়ন আনসারের দ্রুত ও সাহসী অভিযানে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে জেলা শহরের জাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আনসার জেলা কমান্ড্যান্ট তিনজন সিপাহীসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে কসবার উদ্দেশ্যে রওনা হন। পথে জাদুঘর এলাকায় এক ভুক্তভোগীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের বিবরণ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দেখা যায়, দু’জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে একটি অটোরিকশা থামিয়ে এক নারী যাত্রীর গলায় বড় ছুরি ধরে টাকা ছিনতাই করছে।
জেলা কমান্ড্যান্টের গাড়ি থামতেই ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। নির্দেশনায় ব্যাটালিয়ন আনসারের সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। তবে অপরজন মোটরসাইকেলসহ পালিয়ে যায়।
আটক ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া ১৩,৫০০ টাকা উদ্ধার করে ঘটনাস্থলেই ভুক্তভোগীর হাতে ফিরিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ (ডাকনাম সাহস), বয়স ২৮। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তির ওপর হামলা করার চেষ্টা করলে জেলা কমান্ড্যান্ট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যাটালিয়ন আনসারের এই প্রশংসনীয় অভিযানে স্থানীয়রা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।




















