শিরোনাম:
পুলিশের আরও ৬৪ পরিদর্শককে বদলি
- আপডেট: ০৯:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার আরও ৬৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার(০১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এর আগে গত বুধবার পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩৬ জন পরিদর্শককে বদলি করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ৬৪ কর্মকর্তাকে ঢাকা, চট্রগ্রাম বরিশাল ও খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের আগামী বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বদলিকৃত ৬৪ পরিদর্শকের তালিকা দেখুন-
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:a8bc9dfd-a44a-42c5-bf52-b6b6d71e48e9





















