০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: ট্রাক চালককে ৫ দিনের কারাদণ্ড

  • আপডেট: ০২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো.সবুজ মিয়া নামে একজন মিনি ট্রাক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার মো.জিয়াউর রহমান।

পুলিশ জানায়,অননুমোদিত সময়ে মিনি ট্রাক নিয়ে মিয়ে সিটি এলাকায় প্রবেশ করায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলা দেওয়া হলে চালক সবুজ মিয়া দায়িত্বপ্রাপ্ত সার্জেন্টকে মারধরের চেষ্টা করেন এবং জনসাম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বাংলাদেশ পুলিশ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করে বনানী থানায় সোপর্দ করা হয়।

পরবর্তীতে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত সব প্রমাণ ও পরিস্থিতি বিবেচনা করে মো. সবুজ মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: ট্রাক চালককে ৫ দিনের কারাদণ্ড

আপডেট: ০২:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো.সবুজ মিয়া নামে একজন মিনি ট্রাক চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-কমিশনার মো.জিয়াউর রহমান।

পুলিশ জানায়,অননুমোদিত সময়ে মিনি ট্রাক নিয়ে মিয়ে সিটি এলাকায় প্রবেশ করায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলা দেওয়া হলে চালক সবুজ মিয়া দায়িত্বপ্রাপ্ত সার্জেন্টকে মারধরের চেষ্টা করেন এবং জনসাম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বাংলাদেশ পুলিশ সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করে বনানী থানায় সোপর্দ করা হয়।

পরবর্তীতে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত সব প্রমাণ ও পরিস্থিতি বিবেচনা করে মো. সবুজ মিয়াকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।