অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না: ঢাকা রেঞ্জ ডিআইজি
- আপডেট: ১০:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের নির্দেশনা মেনে রাষ্ট্র ও জানমালের জন্য হুমকি, এমন ফ্যাসিস্টদের আইনের আওতায় আনতে হবে। এখনই সময় পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, অপরাধীকে গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো পুলিশ কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা রেঞ্জ অফিস থেকে ১৩ জেলার এসপি,সার্কেল এসএসপি ও ৯৮ টি থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম মল্লিক বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনতে হবে। শান্তিকামী সাধারণ নাগরিকদের সাথে নিয়ে কঠোর হস্তে সব ধরনের অপরাধীকে দমন করতে হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া যাবে না। ঢাকা রেঞ্জের আওতাধীন এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে।
সকল ইউনিট প্রধানদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে বলেন,আইন-শৃঙ্খলা রক্ষা একটি দলগত প্রচেষ্টা। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা সবার মধ্যেই বাড়াতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে অধিক সমন্বয়, মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ ইউনিট প্রধানদের আরও কার্যকর ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সততা,নিবেদন ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি ফ্যাসিবাদী ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশও দিয়েছেন,যা নির্বাচনকে সুষ্ঠু করতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।





















