০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলা পোড়ার সূত্র ধরে গ্রেফতার হন গৃহকর্মী আয়েশা, কিভাবে পুড়েছিল জানালে চমকে উঠবেন

  • আপডেট: ০২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশা ছিলেন পেশাদার চোর। বাসাবাড়িতে কাজের সুবাদে চুরি করা ছিল তার‘স্বাভাবিক অভ্যাস’। অতীতেও চুরির অভিযোগে পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি।

পুলিশ জানায়,গত জুলাই মাসে মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৮ হাজার টাকা চুরির অভিযোগে থানায় আটক হয়েছিলেন আয়েশা। ওই ঘটনায় করা সাধারণ ডায়েরিতেই প্রথম তার গলার পোড়া দাগের উল্লেখ পাওয়া যায়। তদন্তকারীরা সেই তথ্য ধরে সামনে এগোতেই আয়েশাকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এন নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আয়েশার গলার পোড়া রহস্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,“গলা পোড়া নিয়ে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। একবার সে নিজের মায়ের সঙ্গে রাগারাগি করে নিজের গায়ে আগুন দিয়েছিল—তাতে ওই দাগ তৈরি হয়। আরেকটি বিষয় জানা গেছে,অন্য এক বাড়িতে কাজ করার সময় চুলার আগুনে তার গলা পুড়ে যায়।”

এর আগে সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে গৃহিণী লায়লা আফরোজের লাশ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় খুন হওয়া তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় তিনি সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় আয়েশার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আজিজুল ইসলাম জানিয়েছিলেন,ঘটনার চার দিন আগে তার বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয় আয়েশা। শরীরে পোড়া দাগ থাকায় সে বোরকা পরে আসত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিনও সে বোরকা পরে ঢোকে। তবে পৌনে দুই ঘণ্টা পর বের হয় নাফিসার স্কুলের পোশাক পরে;ছিল মাস্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলা পোড়ার সূত্র ধরে গ্রেফতার হন গৃহকর্মী আয়েশা, কিভাবে পুড়েছিল জানালে চমকে উঠবেন

আপডেট: ০২:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশা ছিলেন পেশাদার চোর। বাসাবাড়িতে কাজের সুবাদে চুরি করা ছিল তার‘স্বাভাবিক অভ্যাস’। অতীতেও চুরির অভিযোগে পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি।

পুলিশ জানায়,গত জুলাই মাসে মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৮ হাজার টাকা চুরির অভিযোগে থানায় আটক হয়েছিলেন আয়েশা। ওই ঘটনায় করা সাধারণ ডায়েরিতেই প্রথম তার গলার পোড়া দাগের উল্লেখ পাওয়া যায়। তদন্তকারীরা সেই তথ্য ধরে সামনে এগোতেই আয়েশাকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এস এন নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আয়েশার গলার পোড়া রহস্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,“গলা পোড়া নিয়ে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। একবার সে নিজের মায়ের সঙ্গে রাগারাগি করে নিজের গায়ে আগুন দিয়েছিল—তাতে ওই দাগ তৈরি হয়। আরেকটি বিষয় জানা গেছে,অন্য এক বাড়িতে কাজ করার সময় চুলার আগুনে তার গলা পুড়ে যায়।”

এর আগে সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে গৃহিণী লায়লা আফরোজের লাশ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় খুন হওয়া তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় তিনি সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় আয়েশার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আজিজুল ইসলাম জানিয়েছিলেন,ঘটনার চার দিন আগে তার বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয় আয়েশা। শরীরে পোড়া দাগ থাকায় সে বোরকা পরে আসত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিনও সে বোরকা পরে ঢোকে। তবে পৌনে দুই ঘণ্টা পর বের হয় নাফিসার স্কুলের পোশাক পরে;ছিল মাস্ক।