শাহ মখদুম বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ
- আপডেট: ০৭:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
তথ্য অধিকার বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম বিমানবন্দরে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিমানবন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।
অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন,তথ্য অধিকার আইন প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ ও প্রশাসনিক দক্ষতা বাড়াতেও সহায়তা করে।
তিনি আরও বলেন,বেবিচক আইন অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য নিয়মিতভাবে জনগণের কাছে তুলে ধরে থাকে। এতে প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা বজায় থাকে এবং স্বচ্ছতা বাড়ে।
প্রশিক্ষণে বেবিচকের পরিচালক (প্রশাসন) আবু ছালেহ মো মুসা জঙ্গী এবং সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
আয়োজনে প্রশিক্ষণ পরিচালক ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ নিজাম উদ্দিন এবং সিনিয়র অফিসার (প্রশাসন–২) আহসান হাবীব।
চেয়ারম্যান প্রশিক্ষণের সফলতা কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।





















