০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে ভুয়া ফটোকার্ড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের

  • আপডেট: ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসিকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পুলিশ বলছে, অসৎ উদ্দেশ্যে তৈরি ওই ফটোকার্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমিশনারের নামে প্রচারিত তথ্যটি সঠিক নয় এবং এটি একটি গুজব।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে খুব কাছ থেকে গুলি করা হয় হাদিকে। তখন তিনি রিকশায় যাচ্ছিলেন। এই ঘটনায় আদাবর ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এই মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

গত নভেম্বরে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয় রাহুল। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে হাদির সঙ্গে ঘোরাফেরা করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে ভুয়া ফটোকার্ড, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের

আপডেট: ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসিকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। পুলিশ বলছে, অসৎ উদ্দেশ্যে তৈরি ওই ফটোকার্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কমিশনারের নামে প্রচারিত তথ্যটি সঠিক নয় এবং এটি একটি গুজব।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে খুব কাছ থেকে গুলি করা হয় হাদিকে। তখন তিনি রিকশায় যাচ্ছিলেন। এই ঘটনায় আদাবর ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এই মাসুদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

গত নভেম্বরে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয় রাহুল। সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে হাদির সঙ্গে ঘোরাফেরা করতেন।