মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
- আপডেট: ০৩:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার।
এদের মধ্যে সন্ত্রাস বিরোধ আইনে ১ জন,চাঁদাবাজি মামলায় ১ জন,মাদক মামলায় ৪ জন,পরোয়ানয় ৩ জন জন( পরোয়ানা তামিল ৭ টি),বিভিন্ন আইনে ১২ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মোহাম্মদ আলী (২৪),মামুন (৩৫), ফারুক (২৫),মোহাম্মদ আলী (২০),রাকিব (২০),ফারহান (২২),কুরবান (২৪),আলামিন (৩০),জনি (২০),আবুল কালাম আজাদ (৪৫),মেহেদী হাসান শোভন (২৩),সাগর (২৫), রাসেল মৃধা (২৭),শাকিল ওরফে বাবু (২৫),শাহিন ভূঁইয়া (৩৪),রাজা (৪৫),আরমান কান আরমান (৪০),রাব্বি ওরফে কুরবান (২০),ফিরোজ (৪৬),শফিকুর রহমান (৪৬) ও শাহাবুদ্দিন (২৪)। এসময় তাদের কাছ থেকে ২১০ গ্রাম হেরোইন,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট,১ টি ডিজিটাল মিটার,২ টি পাসপোর্ট,মাদক বিক্রয়ের অর্থ -৩২,০০০/ টাকা, ১ টি স্মার্ট মোবাইল ফোনসহ ১ টিববাটন ফোন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,শনিবার (১৩ ডিসেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















