৭ অতিরিক্ত পুলিশ সুপারকে জেলায় বদলি
- আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশ সদরদপ্তর ও র্যাবে কর্মরত ৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে ৭ জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১১ ডিসেম্বর পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে কুমিল্লায়, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম. রাজু আহমেদকে সাতক্ষীরা, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোআর আলমকে হবিগঞ্জ, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল আলমকে ফরিদপুর, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে মাগুড়া সদর সার্কেল, ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে চট্রগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।




















