মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি কিশোরগঞ্জ জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি
- আপডেট: ০৩:২২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
আজ মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার (ক্রাইম অপস্)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ উপলক্ষে জেলা পুলিশ সূত্র জানায়,মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মহান বিজয় দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।





















