১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বাজিতপুর সার্কেল ও বাজিতপুর–সদর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

  • আপডেট: ০৫:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সার্কেল অফিস,বাজিতপুর থানা ও সদর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদার ও জনবান্ধব হওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন,পুলিশের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে সততা,নিষ্ঠা ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাজিতপুর সার্কেল ও বাজিতপুর–সদর থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

আপডেট: ০৫:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সার্কেল অফিস,বাজিতপুর থানা ও সদর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান এবং জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে আরও পেশাদার ও জনবান্ধব হওয়ার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন,পুলিশের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে সততা,নিষ্ঠা ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।