শিরোনাম:
সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস বিমানবাহিনী প্রধানের

- আপডেট: ০৬:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (২২ জুলাই) সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা ও বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের আলাপকালে এ আশ্বাসের কথা জানান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উত্তরায় যুুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।